জন বোল্টন আমাদের লাইনের লোক না: ট্রাম্প
(last modified Thu, 12 Sep 2019 07:07:09 GMT )
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১৩:০৭ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে তিনি বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারেন নি। প্রেসিডেন্ট ট্রাম্প বোল্টনকে যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে বলেন, “তিনি আমাদের এজেন্ডার লোক ছিলেন না।”

গতকাল (বুধবার) বিকেলে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। তিনি জানান, আগামী সপ্তাহে বোল্টনের জায়গায় নতুন কাউকে নিয়োগের কথা ঘোষণা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমরা যা করছিলাম সেই লাইনের লোক ছিলেন না জন বোল্টন। আমরা তাকে ভালোর জন্যই বাদ দিয়েছি, আবার তা নাও হতে পারে।"

যুদ্ধবাজ নেতানিয়াহুর সঙ্গে বড়ই দহরম মহরম ছিল জন বোল্টনের

ট্রাম্প বলেন, “বোল্টনের এই পদে নতুন নিয়োগ দেয়া বড় কোনো ব্যাপার নয়। আমাদের কাছে অনেক ভালো মানুষ আছে যারা এ পদে নিয়োগ পেতে আগ্রহী। আমাদের কাছে পাঁচ জন ব্যক্তি আছেন যারা এ পদে নিয়োগ পেতে খুবই আগ্রহী।”

গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে বোল্টনকে সরিয়ে দিয়েছেন। এর আগে তিনি জন বোল্টন সম্পর্কে অনেকবার কৌতুক করে তাকে যুদ্ধবাজ বলেছেন। এছাড়া, ওভাল অফিসে ট্রাম্প একবার বলেছিলেন, “এমন কোনো যুদ্ধ নেই যা জন বোল্টন পছন্দ করেন না।”#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ