'দাম্ভিক শক্তিগুলো প্রতিরোধ ফ্রন্টের নানা বিজয়ে আতঙ্কিত'
(last modified Fri, 13 Sep 2019 12:31:32 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১৮:৩১ Asia/Dhaka
  • তেহরানের জুমা নামাজের  অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবুতুরাবিফার্দ
    তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবুতুরাবিফার্দ

 ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবুতুরাবিফার্দ বলেছেন, সাম্রাজ্যবাদের মোকাবেলায় সিরিয়া, লেবানন, ইরাক, বাহরাইন ও ইয়েমেনের জনগণের প্রতিরোধ-সংগ্রাম আশুরার আদর্শেরই প্রভাব। 

তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেছেন।

আবুতুরাবিফার্দ বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব বিগত ৪০ বছরে আশুরার শিক্ষা নিয়েই অনেক বড় বড় ও দীর্ঘস্থায়ী বিজয় অর্জন করেছে। আশুরার শিক্ষার আলোকে ইসলামী ইরান পাশ্চাত্যের সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায়ও জয়ী হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আরও বলেছেন, মুসলমানদের উচিত শত্রুদের চেনার যোগ্যতা অর্জন করা। মার্কিন সরকারসহ দাম্ভিক শক্তিগুলো প্রতিরোধ ফ্রন্টের নানা বিজয়ের ফলে আতঙ্কিত বলে তিনি মন্তব্য করেন। 

খোদাদ্রোহী তাগুতি শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হযরত ইমাম হুসাইন (আ) উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার শাসন-কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করায় ও এই জালিম শাসকের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করায় ৬১ হিজরির দশই মহররম তথা আশুরার দিনে ইরাকের কারবালায় তাঁর ওপর এক অসম যুদ্ধ চাপিয়ে দিয়েছিল খোদাদ্রোহী ওই গোষ্ঠী। ওই যুদ্ধে হযরত ইমাম হুসাইন (আ) প্রায় ৭২ জন সঙ্গীসহ বীরের মত লড়াই করেও নৃশংসভাবে শহীদ হন। #

পার্সটুডে/এমএএইচ/১৩     
 

ট্যাগ