ভুল তথ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ‘খেলেছেন’ নেতানিয়াহু: টিলারসন
(last modified Fri, 20 Sep 2019 05:52:47 GMT )
সেপ্টেম্বর ২০, ২০১৯ ১১:৫২ Asia/Dhaka
  • আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
    আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক খেল-তামাশা করেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ তথ্য ফাঁস করেছেন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

তিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। টিলারসন গত মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকের সঙ্গে প্যানেল সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেন। তিনি বলেন, ট্রাম্পকে প্রতারণা করার জন্য নেতানিয়াহু অনেকবার ভুল তথ্য দিয়েছেন।

টিলারসন জানান, “প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রভাবিত করার জন্য নেতানিয়াহু এ কাজ করেন। এক পর্যায়ে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে একথা জানিয়ে দিই যে, আপনাকে নিয়ে নেতানিয়াহু খেলছেন এবং ট্রাম্প তা বুঝতে পারেন।”

ট্রাম্প (বামে) ও নেতানিয়াহু 

টিলারসন বলেন, “নেতানিয়াহুর এই সমস্ত কর্মকাণ্ড আমাকে খুবই বিব্রত করেছে এবং আমি চিন্তা করেছি যে আমাদের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ একজন মিত্র এই ধরনের কাজ করতে পারে!”

টিলারসন সতর্ক করে বলেন, নেতানিয়াহুর সঙ্গে কাজ করতে গেলে বিশেষ রকমের সর্তকতা প্রয়োজন। টিলারসন এর আগে বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কশনারের সঙ্গে কাজ করতে গিয়েও তিনি নানা রকমের সংকটে পড়েছেন। তিনি অভিযোগ করেছিলেন, জারেড কুশনার পররাষ্ট্রমন্ত্রীর টিলারসনকে বাদ দিয়েই রাষ্ট্রীয় অনেক কাজকর্ম করেছেন যা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের জন্য ছিল খুবই বিব্রতকর।#

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ