‘ইরান-আমেরিকা উত্তেজনা কমানোর ওপরই জাতিসংঘে গুরুত্ব দেবে ফ্রান্স’
-
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য ইভস লা দ্রিয়াঁ
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য ইভস লা দ্রিয়াঁ বলেছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার দেশ ইরান এবং আমেরিকা মধ্যে বৈঠক অনুষ্ঠানের চেয়ে চলমান উত্তেজনা কমানোর বিষয়টিকেই গুরুত্ব দেবে।
মিশরের রাজধানী কায়রোয় তিনি গতকাল (রোববার) সাংবাদিকদের বলেন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠান এখন তাদের প্রধান উদ্দেশ্য নয় বরং তারা দু'দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনার পথ তৈরি হয়েছিল কিন্তু সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার পর সে সম্ভাবনা কমে গেছে। ওই হামলার জন্য সৌদি সরকার এবং আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করেছে তবে ইরান তা নাকচ করে দিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী চলমান সময়কে খুব বিপজ্জনক বলে অভিহিত করেন। তিনি বলেন, বিশ্ব একটি বিপজ্জনক পরিস্থিতির মুখে রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৩