কারবালায় জিয়ারতকারীদের ফ্রি চিকিৎসা সেবা (ডকুমেন্টারি)
https://parstoday.ir/bn/news/world-i74469
চেহলাম বা ১০ই মহররমের ৪০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ইসলামপ্রমিক মানুষের ঢল নেমেছে কারবালায়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ১৪, ২০১৯ ১৮:৪৫ Asia/Dhaka

চেহলাম বা ১০ই মহররমের ৪০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ইসলামপ্রমিক মানুষের ঢল নেমেছে কারবালায়।

কারবালায় জিয়ারতকারীদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন বিভিন্ন দেশের ৮০টি মেডিকেল টিম। দ্বীনের নবী হজরত মোহাম্মদ (সা)'র নাতি, হজরত ফাতেমাতুজ জাহরা(সা.আ) এবং হজরত আলী(আ)'র পুত্র, বেহেশতে যুবকদের নেতা হজরত ইমাম হোসেইন(আ)কে কারবালা প্রান্তে নিষ্ঠুর ভাবে হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।