মোটরসাইকেল দুর্ঘটনায় ফিলিপাইনের প্রেসিডেন্ট আহত, আঘাত পেয়েছেন নিতম্বে
https://parstoday.ir/bn/news/world-i74545-মোটরসাইকেল_দুর্ঘটনায়_ফিলিপাইনের_প্রেসিডেন্ট_আহত_আঘাত_পেয়েছেন_নিতম্বে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার এক সহকারী আজ (বৃহস্পতিবার) এ খবর জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০১৯ ১৮:৫৮ Asia/Dhaka
  • ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
    ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার এক সহকারী আজ (বৃহস্পতিবার) এ খবর জানিয়েছেন।

তিনি জানান, দর্ঘটনার পর প্রেসিডেন্ট দুতের্তে তার নিতম্বের হাড়ে ব্যথা বোধ করছেন। প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র সালভাদর পানেলো গতকাল জানান, মেলাকানাং প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে গতকাল শেষ বেলায় দুতের্তে এ দুর্ঘটনায় পড়েন।

৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট তার স্বাস্থ্যগত বড় ধরনের জটিলতা প্রকাশের দশ দিন পর এ দুর্ঘটনার মুখোমুখি হলেন। প্রেসিডেন্টের মুখপাত্র জানান, দুর্ঘটনায় তিনি তার কনুই এবং হাটুতে সামান্য আঘাত পেয়েছেন।

ফিলিপাইনের একজন সিনেটর জানিয়েছেন, দুর্ঘটনায় সামান্য আহত হলেও প্রেসিডেন্ট দুতের্তেকে হাসপাতালে ভর্তি করা হয় নি। প্রেসিডেন্টের স্ত্রী সিলিতো অ্যাভানসেনা জানিয়েছেন, দুর্ঘটনার যে ক্ষতি হয়েছে তাতে চিন্তিত হওয়ার কিছু নেই এবং বড় ধরনের কোনো চিকিৎসাও লাগবে না। প্রেসিডেন্ট দুতের্তে নিজেই ওই মোটরসাইকেল চালিয়ে প্রেসিডেন্ট কমপ্লেক্সে আসছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১৭