ব্রিটেনে লরির ৩৯ লাশের সবাই ভিয়েতনামি
(last modified 2019-11-02T11:18:50+00:00 )
নভেম্বর ০২, ২০১৯ ১৭:১৮ Asia/Dhaka
  • এই সেই লরি
    এই সেই লরি

ব্রিটেনে একটি লরি থেকে উদ্ধারকৃত ৩৯টি লাশই ভিয়েতনামের নাগরিকদের বলে নিশ্চিত করেছে পুলিশ। গত সপ্তাহে ব্রিটেনের এসেক্সের গ্রেস শহরের শিল্প এলাকায় একটি রেফ্রিজারেটেড লরির কনটেইনার থেকে ৩৯টি লাশ উদ্ধার করে পুলিশ।

প্রথমে ধারণা করা হয়েছিল লাশগুলো চীনা নাগরিকদের। ভিয়েতনাম ও ব্রিটেনের বেশ কয়েকটি পরিবারসহ ভিয়েতনাম সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তারা নিশ্চিত হয়েছে যে লাশগুলো ভিয়েতনামের নাগরিকদের।

ভিয়েতনামভিত্তিক নাগরিক নেটওয়ার্ক হিউম্যান রাইটস স্পেসের কর্মকর্তা হোয়া নিয়েম বলেছেন, ২৬ বছর বয়সী ভিয়েতনামী নাগরিক ফাম ট্রা মাই তার মায়ের উদ্দেশে একটি বার্তা লিখে রেখে গেছেন। লরিটি যখন বেলজিয়াম থেকে ব্রিটেনে যাচ্ছিল, তখন তিনি শ্বাস নিতে পারছিলেন না বলে লিখেছেন।

বার্তাটিতে লেখা ছিল, ‘মা-বাবা, আমি দুঃখিত। আমার বিদেশযাত্রা সফল হলো না।' ওই বার্তায় এও লেখা ছিল যে, ভিয়েতনামের ক্যান লোক এলাকার নেন টাউনের বাসিন্দা ছিল সে।

লন্ডনে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস এক বিবৃতিতে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার বিষয়ে জোর দিয়েছে। লরিতে লাশ পাওয়ার ঘটনায় লরির চালক মরিস রবিনসনকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। এক্সেস পুলিশ বলেছে, লরির ওই চালকের বিরুদ্ধে মানব পাচার, অভিবাসন ও অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ