নাইজেরিয়ার মুসলিম নেতা জাকজাকির মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ শুরু
-
জাকজাকি
নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের মহাসচিব আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকির নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে।
শেইখ জাকজাকির দপ্তর থেকে এক টুইটে বিক্ষোভের বিভিন্ন ছবি দিয়ে বলা হয়েছে, শেইখ জাকজাকির মুক্তির দাবিতে রাজধানী আবুজার গার্কি এলাকায় বিক্ষোভ এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে গণবিক্ষোভে অংশ নিচ্ছে অসংখ্য মানুষ।
কয়েক দিন আগে জাকজাকির দপ্তর থেকে বলা হয়েছে, তাদের নেতার অবস্থা সম্পর্কে তথ্য দিচ্ছে না সেনাবাহিনী।
ত কয়েক বছর ধরে জাকজাকির মুক্তি ও চিকিৎসার দাবিতে বিক্ষোভ করে আসছে নাইজেরিযার জনগণ।
২০১৫ সালে নাইজেরিয়ার জারিয়া শহরে শেখ জাকজাকির সমর্থকদের এক সমাবেশে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় জাকজাকির ছেলেসহ প্রায় এক হাজার সমর্থক প্রাণ হারান। সেনাবাহিনী আহত জাকজাকিকেও কারাগারে নিক্ষেপ করে।
এরপর কারাগারে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। এর ফলে বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। #
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।