হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের ১৩ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i75492-হেলিকপ্টার_দুর্ঘটনায়_ফ্রান্সের_১৩_সেনা_নিহত
আফ্রিকার দেশ মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মালিতে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের সময় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে এবং এসব সেনা মারা যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০১৯ ১৭:১৪ Asia/Dhaka
  • মালিতে ফরাসি সেনাদের তৎপরতা
    মালিতে ফরাসি সেনাদের তৎপরতা

আফ্রিকার দেশ মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ফ্রান্সের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মালিতে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের সময় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে এবং এসব সেনা মারা যায়।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল (সোমবার) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এসব সেনা নিহতের ঘটনায় প্রেসিডেন্ট ম্যাকরন গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

চলতি মাসের গোড়ার দিকে মালিতে ফ্রান্সের আরো এক সেনা নিহত হয়েছে। সেসময় ফরাসি ওই সেনার গাড়ির পাশে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে তার গাড়িটি উড়ে যায় এবং ওই সেনা নিহত হয়।

২০১২ সাল থেকে মালি সহিংসতার কবলে পড়েছে। ওই বছর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ‘তোয়ারেগ’ দেশের উত্তরাঞ্চলে দখল করে নেয়। সেখান থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও দায়েশ প্রতিবেশী দেশগুলোর ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার মুখে জাতিসংঘ মালিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে। সেখানে বহুসংখ্যক ফরাসি সেনা রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬