মার্কিন কূটনীতিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে চীন
(last modified Tue, 03 Dec 2019 09:12:00 GMT )
ডিসেম্বর ০৩, ২০১৯ ১৫:১২ Asia/Dhaka
  • চীনের জিনজিয়াং প্রদেশের একটি এলাকা
    চীনের জিনজিয়াং প্রদেশের একটি এলাকা

মার্কিন কূটনীতিক পাসপোর্টধারী ব্যক্তিদের সবাইকে চীনের জিনজিয়াং প্রদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বেইজিং। রাষ্ট্র পরিচালিত পত্রিকা গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু সিজিন আজ (মঙ্গলবার) এক টুইটার বার্তায় একথা বলেছেন।

 জিনজিয়াং প্রদেশের ব্যাপারে মার্কিন কংগ্রেসে যখন একটি প্রস্তাবের ওপর ভোটাভুটির প্রস্তুতি চলছে তখন গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক এ তথ্য দিলেন।

জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের উপর চীন সরকারের কথিত নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মার্কিন সিনেটে গত সেপ্টেম্বর মাসে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়েছে। ওই বিলের উপর আজ কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হবে। উইঘুর মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগে চীন সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এ বিলে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গ্লোবাল টাইমসের সম্পাদক সিজিন বলেন, আমেরিকার যেসব আইনপ্রণেতা এবং কর্মকর্তা জিনজিয়াং প্রদেশের ব্যাপারে নেতিবাচক ভূমিকা রেখেছেন বা বক্তব্য দিয়ে চলেছেন তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে চীন সরকার।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি প্যানেল অভিযোগ করেছে- ২০ লাখ উইঘুর মুসলমানকে রাজনৈতিক শিবিরে আশ্রয় নিতে বাধ্য করেছে চীন সরকার। তবে বেইজিং এ অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

চীন সরকার দাবি করছে, যেসব অপরাধী ছোটখাটো পর্যায়ের অপরাধ করেছে তাদের জন্য এটি হচ্ছে কারিগরি শিক্ষা কেন্দ্র এবং বেকারত্ব দূরীকরণের প্রশিক্ষণ কেন্দ্র।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ