সৌদি কূটনীতিককে আমেরিকায় প্রবেশ করতে দিল না মার্কিন সরকার
https://parstoday.ir/bn/news/world-i75874-সৌদি_কূটনীতিককে_আমেরিকায়_প্রবেশ_করতে_দিল_না_মার্কিন_সরকার
মুহাম্মদ আল-ওতাইবি নামে সৌদি আরবের একজন কূটনীতিককে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়েছে মার্কিন সরকার। ২০১৮ সালের অক্টোবর মাসে যখন সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি নিহত হন তখন ওতাইবি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটের কনসাল জেনারেল ছিলেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৯ ১২:০৯ Asia/Dhaka
  • মুহাম্মদ আল-ওতাইবি
    মুহাম্মদ আল-ওতাইবি

মুহাম্মদ আল-ওতাইবি নামে সৌদি আরবের একজন কূটনীতিককে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়েছে মার্কিন সরকার। ২০১৮ সালের অক্টোবর মাসে যখন সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি নিহত হন তখন ওতাইবি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটের কনসাল জেনারেল ছিলেন।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “জামাল খাশোগির হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ঘৃণ্য এবং অগ্রহণযোগ্য অপরাধ। বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন সরকার খাশোগি হত্যার ব্যাপারে পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচারের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

নিহত সাংবাদিক জামাল খাশোগি

যদিও মার্কিন প্রশাসন জামাল খাশোগি হত্যার পর সৌদি আরবের ব্যাপারে অনেকটা নমনীয় অবস্থান গ্রহণ করেছে তারপরেও পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হলো।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেট জামাল খাশোগিকে হত্যা করা হয়। এ নিয়ে সারা বিশ্বে মারাত্মক তোলপাড় সৃষ্টি হলেও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এবং সৌদি আরবের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে।#

পার্সটুডে/এসআইবি/১২