ট্রাম্পকে ইমপিচ করার সুপারিশ করেছে প্রতিনিধি পরিষদ
-
প্রতিনিধি পরিষদের কমিটিতে শুনানি
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার সুপারিশ করেছে। কমিটি বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তিনি তদন্তে বাধা দিয়েছেন।
বিরোধী ডেমোক্র্যাট দল নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে ভোটাভুটি হবে এবং অনেকটা নিশ্চিত হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি ইম্পিচমেন্টের শিকার হবেন।
প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার জন্য প্রতিনিধি পরিষদের কমিটি এমন একটি ধারার অনুমোদন দিয়েছে যার আওতায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা অপব্যবহারের জন্য অভিযুক্ত করা হবে। এছাড়া, তার বিরুদ্ধে তদন্তে বাধা দেয়ার ব্যাপারেও আরেকটি ধারার অনুমোদন দেয়া হয়েছে। এ দুটি ধারা পাসের ব্যাপারে প্রতিনিধি পরিষদের কমিটিতে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে পড়ে দুই ভোট আর বিপক্ষে পড়ে ১৭ ভোট।

ইমপিচমেন্টের জন্য এসব ধারা পাস হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, “এসব হচ্ছে নাটক এবং কৌতুক”।
২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ তদন্তে ইউক্রেন সরকারকে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখা হচ্ছে। এছাড়া, তার কেলেঙ্কারির ব্যাপারে কংগ্রেস যে তদন্তের চেষ্টা করেছে তাতে বাধা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এগুলোকে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও মনে করছে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি।#
পার্সটুডে/এসআইবি/১৪