ইরাকে নিরাপত্তাহীনতার জন্য ইরানকে দায়ী করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
(last modified Tue, 17 Dec 2019 07:14:46 GMT )
ডিসেম্বর ১৭, ২০১৯ ১৩:১৪ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার দাবি করেছেন, ইরাকে মোতায়েন আমেরিকার সেনাদের নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান দায়ী। তিনি আরো বলেছেন, ইরাকে মার্কিন সেনাদের আত্মরক্ষা করার অধিকার রয়েছে।

ইউরোপ সফর শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে কিন্তু তারপরও আমাদের আত্মরক্ষার অধিকার আছে এবং আমরা তা প্রয়োগ করব।”

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছেন। তবে মার্কিন সরকারের শীর্ষ পর্যায়ের এই দুই মন্ত্রী ইরানের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরতে পারেন নি।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

পম্পেও বলেছিলেন, “আমার সন্দেহ- ইরাকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে সম্প্রতি যেসব হামলা হয়েছে তার পেছনে ইরান রয়েছে, তবে এটি চিহ্নিত করা কঠিন কাজ।”

ব্রিটেনের সহযোগিতা নিয়ে ২০০৩ সালে মার্কিন সেনারা ইরাকে আগ্রাসন চালিয়েছিল। তাতে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম উৎখাত হন। আগ্রাসনের আগে আমেরিকা ও ব্রিটেন অভিযোগ করেছিল যে, সাদ্দাম সরকারের কাছে গণবিধ্বংসী মারণাস্ত্র রয়েছে তবে আজ পর্যন্ত মার্কিন সরকার ও তার মিত্ররা এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারে নি।

২০০৩ সালের ওই আগ্রাসনের পর থেকে ইরাক প্রচণ্ডভাবে নিরাপত্তাহীন হয়ে পড়েছে এবং সেখানে উগ্রবাদ তৈরি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ