বুরকিনা ফাসোতে সন্ত্রাসীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ; নিহত ১২২
https://parstoday.ir/bn/news/world-i76185-বুরকিনা_ফাসোতে_সন্ত্রাসীদের_সঙ্গে_সামরিক_বাহিনীর_সংঘর্ষ_নিহত_১২২
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৯ ১৫:২৫ Asia/Dhaka
  • বুরকিনা ফাসোর একটি প্রত্যন্ত অঞ্চলে অভিযানের সময় সেনাদের সতর্ক প্রহরা
    বুরকিনা ফাসোর একটি প্রত্যন্ত অঞ্চলে অভিযানের সময় সেনাদের সতর্ক প্রহরা

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী।

গতকাল (মঙ্গলবার) দিনের প্রথম দিকে সন্ত্রাসীরা বুরকিনা ফাসোর সাউম প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। একইসঙ্গে তারা বেসামরিক লোকজনের উপরেও গুলিবর্ষণ করে।

সেনাবাহিনীর পাল্টা হামলায় অন্তত ৮০ সন্ত্রাসী নিহত হয়েছে। অবশ্য এ সময় আট সেনা মারা যায়। বুরকিনা ফাসোর সামরিক বাহিনী আজ এ খবর প্রকাশ করেছে।

সন্ত্রাসীরা বহুসংখ্যক মোটরসাইকেলে করে এসে সামরিক ঘাঁটিতে হামলা চালায়। সাত ঘণ্টা ধরে হামলা চালানোর পর বুরকিনা ফাসোর সামরিক বাহিনী বিমান ও হেলিকপ্টার নিয়ে সরকারি বাহিনীর সহায়তায় এগিয়ে আসে। তারপর ওই সংঘর্ষ বন্ধ হয়।

বুরকিনা ফাসোর যোগাযোগমন্ত্রী এবং সরকারের মুখপাত্র রেমিস দানজিনু জানিয়েছেন, নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে ৩১ জন নারী।#

পার্সটুডে/এসআইবি/২৫