সোমালিয়ার আশ-শাবাবের অবস্থানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i76301-সোমালিয়ার_আশ_শাবাবের_অবস্থানে_বিমান_হামলা_চালিয়েছে_আমেরিকা
সোমালিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবের অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে আশ-শাবাবের অন্তত চার সন্ত্রাসী নিহত হয়েছে বলে আফ্রিকায় মোতায়েন মার্কিন সেনা কমান্ড দাবি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৯ ১৭:৩৮ Asia/Dhaka
  • মার্কিন বাাহিনীর এফ-১৫ বিমান (ফাইল ফটো)
    মার্কিন বাাহিনীর এফ-১৫ বিমান (ফাইল ফটো)

সোমালিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবের অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে আশ-শাবাবের অন্তত চার সন্ত্রাসী নিহত হয়েছে বলে আফ্রিকায় মোতায়েন মার্কিন সেনা কমান্ড দাবি করেছে।

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আশ-শাবাবের ভয়াবহ বোমা হামলার একদিন পর গতকাল (রোববার) মার্কিন বাহিনী বিমান হামলা চালায়।

আফ্রিকায় মোতায়েন মার্কিন কমান্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানগুলো নিখুঁতভাবে আশ-শাবাবের অবস্থানে হামলা চালায়। এই আশ-শাবাব মোগাদিসুতে বোমা হামলা চালিয়ে বহু বেসামরিক নাগরিক হত্যা করেছে।

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সন্ত্রাসীদের বোমা হামলার পরের দৃশ্য

শনিবার রাজধানী মোগাদিশুর একটি নিরাপত্তা চেক পয়েন্টের কাছে বিস্ফোরকভর্তি ট্রাকের সাহায্যে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এতে অন্তত ৯০ জন নিহত এবং ১২৫ জন আহত হয়। বিস্ফোরণের একদিন পর তুরস্ক সেখানে সামরিক বিমান পাঠিয়ে আহতদের অনেকের চিকিৎসা দেয়ার জন্য আঙ্কারায় নিয়ে গেছে।#

পার্সটুডে/এসআইবি/৩০