মোগাদিশু বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আশ-শাবাব
(last modified Tue, 31 Dec 2019 09:34:00 GMT )
ডিসেম্বর ৩১, ২০১৯ ১৫:৩৪ Asia/Dhaka
  • মোগাদিশুতে বোমা হামলার পরের অবস্থা
    মোগাদিশুতে বোমা হামলার পরের অবস্থা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গত শনিবার ভয়াবহ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আশ-শাবাব। শনিবার সকালের দিকে মোগাদিশুর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা পয়েন্টে বিস্ফোরক ভর্তি ট্রাকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং অন্তত ৯০ জন নিহত ও ১২৫ জন আহত হয়।

আশ-শাবাবের মুখপাত্র এক অডিও বার্তায় দাবি করেছেন, তুরস্ক ও সোমালিয়ার সেনাদের একটি বহর লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়। হামলায় এসব সেনা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে বলে দাবি করেছেন আশ-শাবাবের মুখপাত্র।

Image Caption

শনিবারের ওই হামলায় যেসব মানুষ নিহত হয়েছে তার মধ্যে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্তত ১৭ পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া, তুরস্কের একটি ইঞ্জিনিয়ার দল ওই হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। মোগাদিশুতে একটি রাস্তা নির্মাণের কাজে তুর্কি ইঞ্জিনিয়ারদের দলটি সেখানে অবস্থান করছিল। রোববার তুরস্ক একটি সামরিক বিমান পাঠিয়ে আহতদের দ্রুত আঙ্কারায় সরিয়ে আনার ব্যবস্থা করেছে।

এদিকে, সোমালিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বাইরের একটি দেশ এই হামলার পরিকল্পনা করেছিল। টুইটারে দেয়া পোস্টে সোমালিয়ার গোয়েন্দা সংস্থাটি অবশ্য কোনো দেশের নাম উল্লেখ করে নি। সোমালিয়া নিয়ে মধ্যপ্রাচ্যের চারটি দেশের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। একদিকে রয়েছে কাতার এবং তুরস্ক আর অন্যদিকে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।#

পার্সটুডে/এসআইবি/৩১

ট্যাগ