লিবিয়ার ত্রিপোলিতে হাফতার বাহিনীর ১০ জন নিহত, ১২ সাজোয়া যান ধ্বংস
https://parstoday.ir/bn/news/world-i76340-লিবিয়ার_ত্রিপোলিতে_হাফতার_বাহিনীর_১০_জন_নিহত_১২_সাজোয়া_যান_ধ্বংস
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সংঘর্ষে জেনারেল হাফতারের নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীর দশ সদস্য নিহত ও ১২টি সাজোয়া যান ধ্বংস হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৯ ১৯:২৯ Asia/Dhaka
  • খলিফা হাফতার (সর্ব বামে)
    খলিফা হাফতার (সর্ব বামে)

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সংঘর্ষে জেনারেল হাফতারের নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীর দশ সদস্য নিহত ও ১২টি সাজোয়া যান ধ্বংস হয়েছে।

গত কয়েক মাস ধরে ত্রিপোলি দখলের চেষ্টা করছে হাফতার বাহিনী। তবে এখন পর্যন্ত তারা সফল হতে পারেনি। ২০১৪ সালের পর থেকে লিবিয়া অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এবং সেখানে কার্যত দুটি সরকার তৎপর রয়েছে।

একদিকে জেনারেল হাফতার সমর্থিত পূর্বাঞ্চলীয় তবরুক শহর-ভিত্তিক একটি সরকার রয়েছে। হাফতার সমর্থিত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে, জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকার রয়েছে। তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ এই সরকারের সঙ্গে রয়েছে। তুরস্ক এই সরকারের সমর্থনে সেনাও পাঠাতে চাইছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।