শহীদ সোলাইমানির মৃতদেহ ইরানে পৌঁছাবে কবে?
(last modified Fri, 03 Jan 2020 16:18:40 GMT )
জানুয়ারি ০৩, ২০২০ ২২:১৮ Asia/Dhaka
  • সোলাইমানি ও আল মুহানদিস
    সোলাইমানি ও আল মুহানদিস

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানসহ পাঁচ ইরানি শহীদের মৃতদেহ আগামীকাল (শনিবার) বিকালে তেহরানে পৌঁছাবে। আজ বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস বলেছে, ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল সোলাইমানিসহ ইরানি শহীদদের মৃতদেহও কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন। এরপর আগামীকাল বিকালেই তাদের মৃতদেহ তেহরানে নিয়ে আসা হবে।

শুক্রবার সকালের মার্কিন হামলায় ১০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে আইআরজিসি'র কমান্ডার কাসেম সুলাইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন।#

পার্সটুডে/এসএএ/৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ