জেনারেল সোলাইমানি হত্যার জবাব দেওয়ার পক্ষে তুরস্কের প্রেসিডেন্ট
(last modified Tue, 07 Jan 2020 13:26:56 GMT )
জানুয়ারি ০৭, ২০২০ ১৯:২৬ Asia/Dhaka
  • এরদোগান
    এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তিনি সিএনএন টার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। 

এরদোগান আরও বলেছেন, 'তুরস্ক জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিষয়টিকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে আমি মনে করি যেকোনো দেশের উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যার ঘটনাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না।'  

জেনারেল সোলাইমানি

এরদোগান বলেন, সোলাইমানি হত্যার বিষয়টি তাদের পরিকল্পিত ছিল। আমরা খবরটি শুনে হতবাক হয়ে যাই। আমি ট্রাম্পকে ইরানের সাথে উত্তেজনা না বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলাম।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন করে কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি ওই হামলার নিন্দা জানিয়ে সোলাইমানিকে শহীদ হিসেবে বর্ণনা করেন।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ