মার্কিনীরা মনে করেন যুদ্ধ অপরাধের দায়ে ট্রাম্পের বিচার হওয়া উচিত: জরিপ
(last modified Sat, 25 Jan 2020 06:10:49 GMT )
জানুয়ারি ২৫, ২০২০ ১২:১০ Asia/Dhaka
  • সোলাইমানিকে হত্যার প্রতিশোধের দাবি জানিয়ে ইরানে লাখো মানুষের শোক  এবং বিক্ষোভ শোভযাত্রা
    সোলাইমানিকে হত্যার প্রতিশোধের দাবি জানিয়ে ইরানে লাখো মানুষের শোক এবং বিক্ষোভ শোভযাত্রা

আমেরিকার এক চতুর্থাংশের বেশি নাগরিক বিশ্বাস করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসিতে যুদ্ধ অপরাধের অভিযোগ বিচার হওয়া উচিত। অর্থাৎ গড়ে প্রতি চারজনের একজন এ বিচার চাইছেন।

ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে এ বিচার হওয়া উচিত। বিজনেস ইনসাইডার পরিচালিত  সাম্প্রতিক এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

প্রতিশোধের দাবি জানাচ্ছে শিশুও

মার্কিন ১০৮৩ নাগরিকের ওপর এ মতামত জরিপ চালানো হয়। ইরান ঘোষণা করেছে জেনারেল সোলাইমানিকে হত্যার দায়ে হেগের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ পেশ করবে তেহরান। ইরানের এ অভিযোগ তারা সমর্থন করেন কিনা সে প্রশ্ন কর হয় জরিপে অংশগ্রহণকারীদের।

জরিপে অংশগ্রহণকারীদের ২৭.৪ শতাংশ ইরানের অভিযোগের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। ৩৪. ৫ শতাংশ ভিন্নমত প্রকাশ করেছেন। এ ছাড়া, ২৪.৮ শতাংশ হ্যাঁ বা না কিছুই বলেন নি। অন্যদিকে ১২.২ শতাংশ ‘আমি জানি না’ মত প্রকাশ করেছেন।

জেনারেল সোলাইমানিকে হত্যার দায়ে হেগের আদালতে মার্কিন সামরিক বাহিনী এবং সরকারের বিরুদ্ধে তেহরান মামলা করবে বলে ইরানের বিচার বিভাগের মুখপাত্রের ঘোষণাকে কেন্দ্র করে এ জরিপ চালানো হয়।

অবশ্য আইসিসি’র এখতিয়ার স্বীকার করে না আমেরিকা। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসি তদন্তের ঘোষণা দেয়ার পর গত মাসে আমেরিকা তার বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, আইসিসি’র এ সিদ্ধান্ত মানে না আমেরিকা।

পার্সটুডে/মূসা রেজা/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ