ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনাকে বেআইনি বলল ইউরোপীয় পার্লামেন্ট
https://parstoday.ir/bn/news/world-i77399
ইউরোপীয় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র সমালোচনা করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৪:৩৬ Asia/Dhaka
  • ডিল অব দ্যা সেঞ্চুরির বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট
    ডিল অব দ্যা সেঞ্চুরির বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট

ইউরোপীয় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র সমালোচনা করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে কথিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বলছেন, মার্কিন প্রশাসন যে শান্তি পরিকল্পনা প্রণয়ন করেছে তা ইসরাইলের পক্ষে যায় এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। ইউরোপীয় সংসদ সদস্যরা সুস্পষ্টভাবে এই শান্তি পরিকল্পনাকে ইসরাইলের জন্য পক্ষপাতিত্ব বলে মন্তব্য করেছেন।

হল্যান্ড থেকে নির্বাচিত ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য ক্যাটি পিরি বলেন, আমেরিকার এই পরিকল্পনা একতরফা, অবৈধ এবং আন্তর্জাতিকভাবে উস্কানি দেয়ার শামিল। ট্রাম্পের শান্তি পরিকল্পনা মূলত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ বসতি নির্মাণ এবং পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টাকে বৈধতা দেয়।

ডিল অব দ্যা সেঞ্চুরির ধারাগুলো প্রদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু

ক্যাটি পিরি জোর দিয়ে বলেন, ডিল অব দ্যা সেঞ্চুরি নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তা মূলত উগ্র ডানপন্থি দুইজন নেতার নির্বাচনী বৈতরণী পার হওয়ার ব্যবস্থা। তিনি এই শান্তি পরিকল্পনাকে হতাশাজনক পরিকল্পনা বলে মন্তব্য করেন। দুজন উগ্র ডানপন্থী নেতা বলতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইঙ্গিত করেছেন।

স্পেন থেকে নির্বাচিত ইউরোপীয় সংসদের সদস্য মানু পিনেদা একইভাবে ট্রাম্পের এই পরিকল্পনাকে শতাব্দির সেরা প্রতারণা বলে মন্তব্য করেন।

অধিবেশনে বেলজিয়ামের সদস্য হিলদে ভটম্যান্স ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সততার সঙ্গে বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে শান্তি সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/১২