‘আপনি ইরাক আগ্রাসন সমর্থন করেছেন, আপনার হাতে রক্ত’
https://parstoday.ir/bn/news/world-i77995-আপনি_ইরাক_আগ্রাসন_সমর্থন_করেছেন_আপনার_হাতে_রক্ত’
মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনকে অযোগ্য বলে মন্তব্য করেছেন ইরাক যুদ্ধফেরত কয়েকজন সেনা কর্মকর্তা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ০৫, ২০২০ ০৯:৩৯ Asia/Dhaka
  • নির্বাচনী প্রচারণা সভায় সেলফি তুলছেন জো বাইডেন
    নির্বাচনী প্রচারণা সভায় সেলফি তুলছেন জো বাইডেন

মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনকে অযোগ্য বলে মন্তব্য করেছেন ইরাক যুদ্ধফেরত কয়েকজন সেনা কর্মকর্তা।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে নির্বাচনী প্রচারণা সভার একপর্যায়ে জো বাইডেনকে লক্ষ্য করে সাবেক সেনা কর্মকর্তাদের বলতে শোনা যায় যে, “আপনি অযোগ্য, আপনি ইরাক আগ্রাসন সমর্থন করেছেন। আপনার হাত রক্তে রঞ্জিত।” সুপার টুয়েসডে উপলক্ষে জো বাইডেন ওই প্রচারণায় গিয়েছিলেন।

সাবেক সেনা কর্মকর্তা বলেন, “আমরা আশ্চর্য হচ্ছি যিনি ইরাক যুদ্ধ সমর্থন করেছেন এবং সেখানে আমাদের ভাই-বোনেরা নিহত হয়েছেন। এছাড়া, অগণিত ইরাকিকে হত্যা করা হয়েছে। সেই ব্যক্তিকে আমাদের এখন ভোট দিতে হবে।” সাবেক সেনাকর্মকর্তা চিৎকার করে বলেন, “আপনার হাত রক্তে রঞ্জিত।”

ডেমোক্র্যাট দলের অন্যতম নেতা জো বাইডেন সুপার টুয়েসডে’র পর নির্বাচনী দৌড়ে আবার ফিরে এসেছেন। এর আগে তিনি প্রাইমারিতে বার্নি স্যান্ডার্সের কাছে হেরে গিয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/৫