সিরিয়ায় যুদ্ধবিরতি পরিকল্পনা নিরাপত্তা পরিষদে আটকে দিল আমেরিকা
(last modified Sat, 07 Mar 2020 06:31:53 GMT )
মার্চ ০৭, ২০২০ ১২:৩১ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে যে সহিংসতা হয়েছে তা অনুমোদন করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা। তুরস্ক ও রাশিয়ার মধ্যকার ওই সমঝোতার ফলে ইদলিব প্রদেশে সরাসরি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলিন নেবেনজিয়া অন্য ১৪ সদস্যকে ওই প্রস্তাব সমর্থন করার আহ্বান জানান তবে আমেরিকা একে ‘অপরিপক্ক’ বলে বিরোধিতা করেছে। কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

আমেরিকার এই অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে ব্রিটেন এবং জার্মানি। ব্রিটিশ রাষ্ট্রদূত কারেন পিয়ার্সে বলেছেন, কিভাবে যুদ্ধবিরতি কাজ করে, কারা এটি পর্যবেক্ষণ করবে -এমন নানা প্রশ্ন রয়েছে। অন্যদিকে জার্মান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজেন বলেছেন, “এই যুদ্ধবিরতি কাজ করে কিনা তা আমাদেরকে দেখতে হবে।”

ইদলিব প্রদেশের সারাকেব শহর নিয়ন্ত্রণে নেয়ার পর সিরিয়ার সেনাদের অবস্থান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত বৃহস্পতিবার তিন ঘন্টা মুখোমুখি বৈঠক করেন এবং দীর্ঘ আলোচনার পর সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতির ব্যাপারে সমঝোতা হয়। পরে তারা যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এর আগেই ইদলিব প্রদেশের সামরিক অভিযান নিয়ে সিরিয়া, তুরস্ক এবং রাশিয়ার মধ্যে ত্রিমুখী প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছিল।#

পার্সটুডে/এসআইবি/৭