করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইউরোপ: ডাব্লিউএইচও
https://parstoday.ir/bn/news/world-i78261-করোনাভাইরাস_মহামারির_কেন্দ্রবিন্দুতে_পরিণত_হয়েছে_ইউরোপ_ডাব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, ইউরোপ করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস গতকাল (শুক্রবার) এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে’।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০২০ ০৭:৫২ Asia/Dhaka
  • করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইউরোপ: ডাব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, ইউরোপ করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস গতকাল (শুক্রবার) এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউরোপ এখন মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে’।

তিনি বলেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজারের বেশি মানুষ মারা যাওয়া একটি করুণ মাইলফলক।

চীনের পর করোনাভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বিশ্ব মহামারি ঘোষণা দেয়।

ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন।

ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে এ ভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬৬ জন। সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।