করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা ১,৮০০ ছাড়াল
(last modified Mon, 16 Mar 2020 00:35:59 GMT )
মার্চ ১৬, ২০২০ ০৬:৩৫ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইতালিতে মৃতের সংখ্যা ১,৮০০ ছাড়াল

ইতালি সরকার ঘোষণা করেছে, দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৮০৯ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া, একইদিন দেশটিতে তিন হাজার ৫০৯ জন নতুন করে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছে।

ইতালি সরকার জানিয়েছে, এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট ২৪ হাজার ৭৪৭ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৃষ্ট রোগ কোভিড-১৯-এ আক্রান্ত হওয়া এবং মৃতের সংখ্যার দিক থেকে চীনের পর ইতালি দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জসপা কন্টে গত মঙ্গলবার ছয় কোটি জনসংখ্যা অধ্যুষিত গোটা ইতালিকে কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রী জসপা কন্টে

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের ৩০ প্রদেশের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, ইতালি, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১৫০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

সারাবিশ্বে এ পর্যন্ত এক লাখ ৫৬ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ৭৪ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ হাজার ৮০০ ব্যক্তির মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ