করোনাভাইরাস মোকাবিলায় ইরানকে সহযোগিতা করুন: গুতেরেস
https://parstoday.ir/bn/news/world-i78543-করোনাভাইরাস_মোকাবিলায়_ইরানকে_সহযোগিতা_করুন_গুতেরেস
করোনাভাইরাস মোকাবিলায় ইরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের এই আহ্বানের কথা জানিয়ে দেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ২৫, ২০২০ ০৭:১৫ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

করোনাভাইরাস মোকাবিলায় ইরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের এই আহ্বানের কথা জানিয়ে দেন।

ডুজাররিক বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কর্মকর্তা জানিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন গুতেরেস। একইসঙ্গে ইরান যাতে এই স্পর্শকাতর সময়ে সহজে ও নির্বিঘ্নে করোনাভাইরাস মোকাবিলা করতে পারে সেজন্য তেহরানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে

গুতেরেস ইরানের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে টেলিফোন করেছিলেন বলেও জানান তার মুখপাত্র। ডুচাররিক বলেন, নিষেধাজ্ঞার কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইরানকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে মারাত্মক বেগ পেতে হয় বলে অবহিত হয়েছেন গুতেরেস।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।