বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২২ হাজার, মৃত্যু ৩৪ হাজার
(last modified Mon, 30 Mar 2020 10:27:28 GMT )
মার্চ ৩০, ২০২০ ১৬:২৭ Asia/Dhaka
  • ইতালি
    ইতালি

প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা সাত লাখ ২২ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ৩৩ হাজার ৯৯৭ জন মানুষ মারা গেছেন। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য দিয়েছে।

হপকিন্সের তথ্য অনুসারে, ইতালিতে এখনো করোনাভাইরাসের তাণ্ডব চলছে। এছাড়া, সারা বিশ্বে মারাত্মক রকমের স্থবিরতা নেমে এসেছে। ইতালি সরকার জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো গতকাল (রোববার) সেখানে মৃত্যুর সংখ্যা কমেছে। রোববার দেশটিতে ৭৫৬ জন মারা গেছেন। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মোট ১০ হাজার ৭৭৯ জন মারা গেলেন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬৮৯ জন।

করোনাভাইরাসে বিপর্যস্ত আমেরিকা

এদিকে, ইউরোপের আরেক দেশ স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ৬,৮৩০ জন। এর মধ্যে শুধু গতকালই মারা গেছেন ৮৩৮ জন। দেশটিতে করোনোয় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ১১০ জন। সেখানে আগামী ৯ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে।

তবে সবচেয়ে বেশি মারাত্মক অবস্থা বর্তমানে আমেরিকায়। সেখানে দ্রুত বাড়ছে সংক্রমণের হার এবং এ পর্যন্ত ২,৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আক্রান্ত হয়েছে এক লাখ ৪২ হাজার ৬৩৭ জন। পাশের দেশ কানাডার ১০টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে মারা গেছে ৬৫ জন।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ