করোনাভাইরাসে মারা গেছে এক লাখ ১৫ হাজার
(last modified Mon, 13 Apr 2020 12:41:09 GMT )
এপ্রিল ১৩, ২০২০ ১৮:৪১ Asia/Dhaka
  • করোনায় মৃত্যু
    করোনায় মৃত্যু

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এ পর্যন্ত এক লাখ ১৫ হাজার ২৫৭ জন মারা গেছে। এছাড়া, আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৬৬ হাজার ৫১০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৩৩ হাজার ৯৪২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যেসব ব্যক্তি তাদের মধ্যে ৫০ হাজার ৮১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যত মানুষ তার শতকরা ২১ ভাগ মারা গেছে আর সুস্থ হয়ে উঠেছে শতকরা ৭৯ ভাগ।

সারা বিশ্বে করোনাভাইরাসের তাণ্ডবে যত মানুষ মারা গেছে তার মধ্যে আমেরিকায় মারা গেছে সবচেয়ে বেশি মানুষ। এ দেশটিতে মারা গেছে ২২ হাজার ১১৫ জন, ইতালিতে মারা গেছে ১৯ হাজার ৮৯৯ জন, স্পেনে মারা গেছে ১৭ হাজার ৪৮৯ জন, ফ্রান্সে ১৪ হাজার ৩৯৩ জন, জার্মানিতে তিন হাজার ২২ জন, ব্রিটেনে ১০ হাজার ৬১২ জন এবং চীনে তিন হাজার ৩৪১ জন।

এছাড়া, ইরানে মারা গেছে চার হাজার ৫৮৫ জন, তুরস্কে এক হাজার ১১৮ জন, বেলজিয়ামে তিন হাজার ৯০৩ জন, নেদারল্যান্ডে দুই হাজার ৮২৩ জন, সুইজারল্যান্ডে এক হাজার ১১৭ জন এবং ব্রাজিলে এক হাজার ২৪১ জন।#

পার্সটুডে/এসআইবি/১৩

ট্যাগ