ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে তলব
https://parstoday.ir/bn/news/world-i79467-ভারতীয়_চার্জ_দ্যা_অ্যাফেয়ার্সকে_পাকিস্তানের_পররাষ্ট্র_দপ্তরে_তলব
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত দু’সপ্তাহে চতুর্থবারের মতো দেশটিতে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ৩০, ২০২০ ০৬:৩০ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত দু’সপ্তাহে চতুর্থবারের মতো দেশটিতে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে।

এ সম্পর্কে পাক পররাষ্ট্র দপ্তর গতকাল (বুধবার) জানায়, ভারতীয় সেনাদের মাধ্যমে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং পাকিস্তানি সীমান্তরক্ষীদের উসকানি দেয়ার প্রতিবাদ জানাতে ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।     

পাক পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, গত ২৮ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষীরা নিয়ন্ত্রণ রেখার ‘রাখসারি’ সেক্টরে গুলিবর্ষণ করলে দুই বেসামরিক পাকিস্তানি আহত হন। ওই দপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৯১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, ভারত ও পাকিস্তানি সেনারা কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায়ই গুলি বিনিময় করে এবং আগে গুলি শুরু করার জন্য পরস্পরকে অভিযুক্ত করে থাকে। নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ভারত ও পাকিস্তান ২০০৩ সালে একটি চুক্তি সই করে। তখন থেকে এ পর্যন্ত ওই চুক্তি লঙ্ঘনের জন্য দু’দেশ শত শত বার পরস্পরকে অভিযুক্ত করেছে।#    

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।