করোনার ব্যাপারে ট্রাম্পের গৃহিত পদক্ষেপ ‘চরম বিপর্যয়’: ওবামা
https://parstoday.ir/bn/news/world-i79744-করোনার_ব্যাপারে_ট্রাম্পের_গৃহিত_পদক্ষেপ_চরম_বিপর্যয়’_ওবামা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত পদক্ষেপকে ‘চরম বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। ওবামা তার প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১০, ২০২০ ০৫:৪৮ Asia/Dhaka
  • ২০১৭ সালে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথা অনুযায়ী তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ওবামা (ফাইল ছবি)
    ২০১৭ সালে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথা অনুযায়ী তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ওবামা (ফাইল ছবি)

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত পদক্ষেপকে ‘চরম বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। ওবামা তার প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা করে ওবামা বলেন, বর্তমান প্রশাসনের বর্ণবাদী আচরণের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না।

বারাক ওবামা বলেন, ট্রাম্প মার্কিন জনগণকে স্বার্থপরতা, অপরকে শত্রু ভাবা, বর্ণবাদী আচরণ ও সমাজবদ্ধ হয়ে না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষা দিচ্ছেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদে এসব কুশিক্ষার ভয়াবহ প্রভাবের বিরুদ্ধে মার্কিন জনগণকে লড়াই করতে হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা এর আগেও করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন, এই মহামারী মোকাবিলায় ট্রাম্প্র প্রশাসনের সুসংহত কোনো পরিকল্পনা নেই।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরণ করেছেন।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।