রাশিয়ায় লকডাউন শিথিল করার কথা ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন
(last modified Tue, 12 May 2020 00:25:04 GMT )
মে ১২, ২০২০ ০৬:২৫ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে গত ছয় সপ্তাহ ধরে চলে আসা লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিশেষ করে অর্থনৈতিক খাতে লকডাউন শিথিল করা হচ্ছে।

তবে একইসঙ্গে তিনি রাশিয়ার যেসব অঞ্চলে এখনো করোনাভাইরাসের প্রকোপ বেশি সেসব অঞ্চলে কঠোর লকডাউন বহাল রাখার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশে বড় ধরনের জনসমাবেশ নিষিদ্ধ রাখার নির্দেশ দিয়ে বলেন, জনগণকে যথারীতি করোনা মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গত ছয় সপ্তাহের লকডাউনের কারণে রাশিয়ার চিকিৎসা ব্যবস্থা হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য প্রস্তুতি নিতে পেরেছে বলেও জানান ভ্লাদিমির পুতিন।

রাশিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা তুলনামূলক কম থাকলেও গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে।

রুশ প্রেসিডেন্ট এমন সময় তার দেশে লকডাউন শিথিল করার ঘোষণা দিলেন যখন রাশিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা তুলনামূলক কম থাকলেও গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে। করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে বর্তমানে আমেরিকা, স্পেন ও ব্রিটেনের পর  চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া।এ ছাড়া, দেশটিতে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ