কবে যাবে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্যে হতাশার সুর
যে কোনো শুরুরই শেষ থাকে। তাই সবার আশা করোনাভাইরাসও এক সময় চলে যাবে, সংকট কাটবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলেছে, প্রাণঘাতী করোনাভাইরাস হয়তো কখনোই পৃথিবী থেকে চিরতরে যাবে না। এইচআইভি ভাইরাসের মতো করোনাও স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে।
ডব্লিউএইচওর জরুরি কর্মকাণ্ডবিষয়ক পরিচালক মাইকেল রায়ান এক অনলাইন ব্রিফিংয়ে বলেন, 'এটি টেবিলে রাখা এ জন্য গুরুত্বপূর্ণ যে, ভাইরাসটি আমাদের সমাজে আরেকটি স্থানীয় ভাইরাস হয়ে উঠতে পারে। আমরা বাস্তববাদী বলে মনে করি এ ভাইরাস কখন দূর হবে, তা কেউ বলতে পারবে বলে মনে হয় না। এ নিয়ে কোনো প্রতিশ্রুতি নেই এবং থামার কোনো তারিখ নেই। এই রোগটি দীর্ঘ সময়ের সমস্যা হয়ে থেকে যেতে পারে, আবার তা না–ও হতে পারে।'
সংস্থাটির পক্ষ থেকে এই কর্মকতা আরও বলেন, বিশ্বজুড়ে সব মানুষকে এটির সঙ্গে লড়ে বেঁচে থাকা শিখতে হবে। এ ভাইরাসজনিত রোগটি কত দিন পর্যন্ত বিস্তার লাভ করবে, এ নিয়ে পূর্বধারণা করা ঠিক হবে না। এটি ঠেকাতে ব্যাপক চেষ্টা চালাতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যক্তি সচেতনতা ছাড়া এই ভাইরাসের ছোবল থেকে রক্ষা পাওয়া কঠিন হবে। আন্তর্জাতিক সংস্থা এবং দেশের সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই কেবল করোনাভাইরাসকে পরাজিত করা সম্ভবা।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।