রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ফরাসি সংসদে ভোট
(last modified Fri, 29 Apr 2016 10:17:57 GMT )
এপ্রিল ২৯, ২০১৬ ১৬:১৭ Asia/Dhaka
  • রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ফরাসি সংসদে ভোট

রাশিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের সংসদ সদস্যারা। ফরাসি সংসদের নিম্নকক্ষে গতকাল (বৃহস্পতিবার) প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৫৫টি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করে ভোট দিয়েছেন ৪৪ জন সংসদ সদস্য। ৫৭৭ জন সংসদ সদস্যের মধ্যে ১০১ জন ভোটাভুটিতে অংশ নেন। তবে, সংসদে পাস হওয়া প্রস্তাব মানতে বাধ্য নয় সরকার।

ইউক্রেন ইস্যুতে শত্রুতার চরম পর্যায়ে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন ফরাসি সংসদ সে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সংসদে প্রস্তাবটি তুলেছিলেন রক্ষণশীল দলের সদস্য থিয়েরি মারিয়ানি। তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন না করতেও সরকারের প্রতি আহ্বান জানান।

মারিয়ানির আনা এ প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দল রিপাবলিকান পার্টি এবং মধ্য-ডানপন্থি ও কট্টর বামপন্থিরা। তবে সমাজবাদি ও গ্রিনপার্টি এর বিরোধিতা করেছে।#

সিরাজুল ইসলাম/২৯

ট্যাগ