ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ অব্যাহত থাকবে: মাইক পম্পেও
(last modified Mon, 15 Jun 2020 01:23:06 GMT )
জুন ১৫, ২০২০ ০৭:২৩ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারো সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল রয়েছে ওয়াশিংটন এবং এ চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। তিনি গতকাল (রোববার) ওয়াশিংটনে ‘মার্কিন ইহুদি কমিটির সম্মেলন-২০২০’ উদ্বোধন করতে গিয়ে এ মন্তব্য করেন।

পম্পেও তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করে ইরানকে মধ্যপ্রাচ্যে ‘নাশকতামূলক তৎপরতা’ চালানোর দায়ে অভিযুক্ত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যতদিন তার আচরণ পরিবর্তন না করবে ততদিন দেশটির ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে ওয়াশিংটন।

পম্পেও মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হামলার পক্ষে সাফাই গেয়ে বলেন, তেল আবিব ‘আত্মরক্ষার স্বার্থে’ এসব হামলা বাধ্য হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। এরপর তিনি একই বছরের নভেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং একে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নামে অভিহিত করেন।

ট্রাম্প এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তার সঙ্গে আলোচনায় বসে ইরানের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানি জনগণ চাপ প্রয়োগের মুখে কখনোই আলোচনায় বসে না।#            

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ