সোলাইমানি হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে
(last modified Thu, 23 Jul 2020 08:41:28 GMT )
জুলাই ২৩, ২০২০ ১৪:৪১ Asia/Dhaka
  • কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি
    কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার আইনগত ন্যায্যতা প্রকাশ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

গত কয়েক মাস ধরে সিনেটর ক্রিস মারফিসহ বেশ কয়েকজন প্রভাবশালী সিনেটর জাতীয় নিরাপত্তা ও গোপনীয়তা উন্মোচন এবং ওই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের আইনগত ন্যায্যতা খুঁজে বের করার চেষ্টা করছেন।

ডোনাল্ড ট্রাম্প

জেনারেল সোলাইমানিকে হত্যার পরপরই ট্রাম্প প্রশাসন ওয়ার পাওয়ার অ্যাক্টের আওতায় কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ পাঠায় তবে তা গোপন রাখা হয়। ক্রিস মারফি কংগ্রেসের ইন্টারএজেন্সি সিকিউরিটি ক্লাসিফিকেশন অ্যাপিলস প্যানেলের কাছে গোপন তথ্য প্রকাশের আবেদন জানিয়েছেন। এই প্যানেল গোপন তথ্য ফাঁস করার অনুরোধ পর্যালোচনা করে দেখে

ক্রিস মারফি বলেন, “আমরা দেখছি যে ট্রাম্প প্রশাসন বারবার তথ্য গোপন করছে শুধুমাত্র রাজনৈতিকভাবে ট্রাম্পকে রক্ষা করার জন্য। জানুয়ারি মাসে কেন জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে তা জানার অধিকার আমেরিকার জনগণের আছে।

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিষয়টি আমেরিকার বিরোধী ডেমোক্র্যাট নেতারা অত্যন্ত অস্বাভাবিক একটি হত্যাকাণ্ড বলে এর সমালোচনা করে আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, জেনারেল সোলাইমানি ৪টি দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিলেন কিন্তু মার্কিন সিনেটররা তা প্রত্যাখ্যান করেছেন।#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ