সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি মারাত্মকভাবে ব্যর্থ: মার্কিন সাবেক প্রধান আলোচক
https://parstoday.ir/bn/news/world-i81938
আমেরিকার সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক ওয়েন্ডি শেরম্যান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি অনুসরণ করে আসছেন তা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তেহরান-বিরোধী প্রচারণার ক্ষেত্রে ট্রাম্পের এই পররাষ্ট্র নীতি “বেদনাদায়ক” ও “চরম মূল্যের” ব্যর্থতা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০১, ২০২০ ২০:২০ Asia/Dhaka
  • ওয়েন্ডি শেরম্যান
    ওয়েন্ডি শেরম্যান

আমেরিকার সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক ওয়েন্ডি শেরম্যান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি অনুসরণ করে আসছেন তা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তেহরান-বিরোধী প্রচারণার ক্ষেত্রে ট্রাম্পের এই পররাষ্ট্র নীতি “বেদনাদায়ক” ও “চরম মূল্যের” ব্যর্থতা।

ফরেন পলিসি মাগাজিনে ‘দ্যা টোটাল ডিসট্রাকশন অব ইউএস ফরেন পলিসি আন্ডার ডোনাল্ড ট্রাম্প’ শিরোনামে লেখা এক নিবন্ধে ওয়েন্ডি শেরম্যান এসব কথা বলেছেন। তিনি আরো বলেন- চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের মোকাবেলায় ট্রাম্প প্রশাসন ব্যর্থ।

ওয়েন্ডি বলেন, তিন বছরের বেশি সময় আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরান উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে এবং আরো বেশি আধুনিক প্রযুক্তি দিয়ে আগের চেয়ে বেশি পরমাণু স্থাপনা পরিচালনা করছে। ওয়েন্ডি তার নিবন্ধে আরো বলেন, পররাষ্ট্র নীতিতে ট্রাম্পের বোধগম্য কোনো লক্ষ্য নেই বরং তিনি শুধুমাত্র পুনঃনির্বাচিত হওয়ার ওপরই গুরুত্ব দিয়ে আসছেন।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।