জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানবিরোধী মার্কিন প্রস্তাব পাস করবে না: এএফপি
https://parstoday.ir/bn/news/world-i82127-জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদ_ইরানবিরোধী_মার্কিন_প্রস্তাব_পাস_করবে_না_এএফপি
আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ নবায়নের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে তা এই পরিষদ প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৯, ২০২০ ১৫:৪৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ছবি)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ছবি)

আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ নবায়নের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে তা এই পরিষদ প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, রাশিয়া ও চীনের বিরোধিতা সত্ত্বেও আমেরিকা এ সংক্রান্ত প্রস্তাবের খসড়া ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে উত্থাপন করব।

কিন্তু জাতিসংঘের একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের বিরোধিতা এত প্রবল যে, রাশিয়া ও চীনকে ভেটো ক্ষমতা প্রয়োগ বাধ্য করার জন্য কমপক্ষে যে ৯টি ভোটের প্রয়োজন তা অর্জন করতে ব্যর্থ হবে আমেরিকা।

ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রয়েছে তা আগামী ১৮ অক্টোবর প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে।

একজন কূটনীতিক এএফপিকে জানিয়েছে, আমেরিকার ইরান-বিরোধী প্রস্তাবে ‘কঠিনতম অবস্থান’ গ্রহণ করা হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, বর্তমানে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে আসন্ন প্রস্তাবের খসড়ায় তার চেয়ে অনেক বেশি কঠোর অবস্থান গ্রহণ করেছে আমেরিকা। তবে এই প্রস্তাব পাস হবে না  জানিয়ে তৃতীয় একটি কূটনৈতিক সূত্র বলেছে, নিরাপত্তা পরিষদে যা ঘটতে যাচ্ছে তাকে ‘আগেই জেনে যাওয়া’  সড়ক দুর্ঘটনার সঙ্গে তুলনা করা যায় যে দুর্ঘটনায় আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।