শ্রীলঙ্কায় নয়া প্রধানমন্ত্রীর শপথ; দুই ভাইয়ের হাতে মূল শাসন ক্ষমতা
https://parstoday.ir/bn/news/world-i82133-শ্রীলঙ্কায়_নয়া_প্রধানমন্ত্রীর_শপথ_দুই_ভাইয়ের_হাতে_মূল_শাসন_ক্ষমতা
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাহিন্দ রাজাপাকসে। সেদেশের একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে তাকে শপথ পড়িয়েছেন তারই আপন ভাই ও বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের। শুক্রবার (৭ আগস্ট) সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৯, ২০২০ ১৭:২০ Asia/Dhaka
  • মাহিন্দ (বামে) ও গোটাবায়া (ডানে)
    মাহিন্দ (বামে) ও গোটাবায়া (ডানে)

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাহিন্দ রাজাপাকসে। সেদেশের একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে তাকে শপথ পড়িয়েছেন তারই আপন ভাই ও বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের। শুক্রবার (৭ আগস্ট) সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মাহিন্দ রাজাপাকসের নেতৃত্বাধীন জোট শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট (এসএলপিপি) বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার মূল শাসনক্ষমতা রাজাপাকসে পরিবারের হাতেই থেকে গেলো। একভাই প্রেসিডেন্ট, আর অন্যজন প্রধানমন্ত্রী।

রাজপাকসে ভাইদের জোট পার্লামেন্টের মোট ২২৫টি আসনের মধ্যে ১৪৫টিতে জয় পেয়েছে। রাজপাকসে পরিবারের পাঁচ সদস্য এমপি হয়েছেন।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান গোটাবায়া রাজাপাকসে। এরপর গত বুধবার অনুষ্ঠিত হয় দেশটির পার্লামেন্ট নির্বাচন।

দুই দশক ধরে শ্রীলঙ্কার শাসন ক্ষমতায় রয়েছে রাজাপাকসে পরিবার। এর আগে ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দ রাজাপাকসে।

এবারের নির্বাচনে মাহিন্দর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে। তবে নির্বাচনে একেবারে ধরাশায়ী হয়েছেন তিনি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।