পিজিসিসির ইরানবিরোধী আহ্বানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উচ্ছ্বাস!
(last modified Mon, 10 Aug 2020 03:20:08 GMT )
আগস্ট ১০, ২০২০ ০৯:২০ Asia/Dhaka
  • খুশিতে আটখানা পম্পেও; যদিও নিরাপত্তা পরিষদে পিজিসিসি\'র করার মতো কোনো ক্ষমতা নেই।
    খুশিতে আটখানা পম্পেও; যদিও নিরাপত্তা পরিষদে পিজিসিসি\'র করার মতো কোনো ক্ষমতা নেই।

ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের যে দাবি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি করেছে তাকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তিনি রোববার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে পিজিসিসি’র আহ্বানকে ‘উল্লেখযোগ্য ঘটনা’ উল্লেখ করে দাবি করেছেন, “মধ্যপ্রাচ্যের  সবগুলো দেশ ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার নবায়ন চায়।”

পিজিসিসির মহাসচিব নায়েফ ফাল্লাহ গতকাল (রোববার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানান। 

পিজিসিসির মহাসচিব নায়েফ ফাল্লাহ

তিনি এমন সময় এ দাবি জানান যখন মার্কিন সরকার ওই অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য আগামীকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করবে বলে ঘোষণা করেছে।

চীন ও রাশিয়া সুস্পষ্ট ভাষায় আগেভাগেই জানিয়ে দিয়েছে, তারা এই প্রস্তাবের বিরুদ্ধে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করবে। এ ছাড়া, নিরাপত্তা পরিষদের অপর দুই স্থায়ী সদস্য ফ্রান্স ও ব্রিটেন এ ব্যাপারে তাদের অবস্থান এখন পর্যন্ত স্পষ্ট করেনি।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। মঙ্গলবারের প্রস্তাব প্রত্যাখ্যান হয়ে গেলে ইরানের ওপর আরোপিত ওই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার হয়ে যাবে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ