গ্রিস-তুর্কি উত্তেজনা: ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়াবে ফ্রান্স
(last modified Thu, 13 Aug 2020 11:00:50 GMT )
আগস্ট ১৩, ২০২০ ১৭:০০ Asia/Dhaka
  • ভূমধ্যসাগরে তুর্কি গবেষণা জাহাজ
    ভূমধ্যসাগরে তুর্কি গবেষণা জাহাজ

তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনার মাঝে পূর্ব ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ফ্রান্স। গ্রিস ও ফ্রান্স দু দেশই ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক তেল ও গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে কিন্তু গ্রিস বলছে তুরস্ক যে এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান কাজ পরিচালনা করছেন সেটি গ্রিসের নিজের এলাকা।

গতকাল (বুধবার) গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে টেলিফোন আলাপের সময় পূর্ব ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিতর্কিত সমুদ্রসীমায় তুরস্কের পক্ষ থেকে একতরফাভাবে তেল-গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু করার জন্য উদ্বেগ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

গ্রিসের প্রধানমন্ত্রীকে ফরাসি প্রেসিডেন্ট বলেন, অস্থায়ীভাবে তার দেশ পূর্ব ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়াবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তিনি তার ভাষায় বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে ফ্রান্স প্রতিজ্ঞাবদ্ধ। এর পাশাপাশি তিনি গ্রিস এবং তুরস্কের মধ্যে সংলাপ অনুষ্ঠানের কথাও বলেন।#

পার্সটুডে/এসআইবি/১৩  

ট্যাগ