ইরানবিরোধী জোট গঠনে সম্মত হয়েছে ইসরাইল ও আমিরাত: পম্পেও
(last modified Mon, 07 Sep 2020 00:29:24 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০৬:২৯ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ইরানবিরোধী অবস্থান ঘোষণা করতে গিয়ে দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইল ইরানবিরোধী জোট গঠন করতে সম্মত হয়েছে।

ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ধরতে গিয়ে পম্পেও  গতকাল (রোববার) ওয়াশিংটনের এক বক্তব্যে বলেছেন, ইরান গোটা মধ্যপ্রাচ্যসহ আমেরিকার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

তিনি বলেন, এই হুমকি যাতে আমেরিকার উপকূলে পৌঁছাতে না পারে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের ক্ষতি করা না পারে সেজন্য নিজেদের মধ্যে সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করতে সম্মত হয়েছে আবু ধাবি ও তেল আবিব।

মাইক পম্পেওর বরাত দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার পেজে লেখা হয়েছে, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতিসহ গোটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গত ১৩ আগস্ট ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়।আমেরিকার মধ্যস্থতায় তেল আবিব ও আবুধাবি এই সমঝোতায় পৌঁছে।

মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশকে মুসলিম জাতির প্রধান শত্রু ইসরাইলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে উদ্বুদ্ধ করতে পেরে মার্কিন কর্মকর্তাদের খুশির অন্ত নেই এবং তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের সে উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ