সাগরে ৬ মাস থাকার পর ইন্দোনেশিয়ায় নামল ৩০০ রোহিঙ্গা
https://parstoday.ir/bn/news/world-i82883
সাগরের বুকে প্রায় ছয় মাস ভাসমান থাকার পর অবশেষে ৩০০ রোহিঙ্গা মুসলমান আজ (সোমবার) দিনের প্রথম ভাগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের মাটিতে নামার সুযোগ পেয়েছেন। ইন্দোনেশিয়ার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ২০:২৩ Asia/Dhaka

সাগরের বুকে প্রায় ছয় মাস ভাসমান থাকার পর অবশেষে ৩০০ রোহিঙ্গা মুসলমান আজ (সোমবার) দিনের প্রথম ভাগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের মাটিতে নামার সুযোগ পেয়েছেন। ইন্দোনেশিয়ার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

আচেহ প্রদেশের পুলিশ জানিয়েছে, একটি কাঠের নৌকায় করে এসব রোহিঙ্গা জীবনের ভয়ে মিয়ানমার ছেড়ে পালিয়েছেন। আচেহ প্রদেশের স্থানীয় জেলেরা ওই নৌকা শণাক্ত করে এবং মধ্যরাতের পরপরই রোহিঙ্গা মুসলমান উজুং বালাং সৈকতে নামেন। নৌকার আরোহীর মধ্যে ১৮১ জন নারী ও ১৪টি শিশু রয়েছে।

স্থানীয় রেডক্রস কমিটির প্রধান জুনাইদি ইয়াহিয়া জানান, রোহিঙ্গা মুসলমানদেরকে একটি অস্থায়ী জায়গায় রাখা হয়েছে।

এর আগে, গত জুন মাসে ১০০’র বেশি রোহিঙ্গা মুসলমানকে উদ্ধার করেছিল আচেহ প্রদেশের জেলেরা। ওই দলে ৪৯ জন নারী ও ৩০টি শিশু ছিল। প্রথম দিকে ইন্দোনেশিয়ার সরকার এসব রোহিঙ্গা মুসলমানকে দেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছিল।  

মিয়ানমার সরকারের নিরাপত্তা বাহিনী ও উগ্রবাদী বৌদ্ধদের হামলা-নির্যাতনের মুখে টিকতে না পেরে লাখ রাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭