পুরনো সেই অজুহাত: আফ্রিকায় সেনা মোতায়েন করছে ব্রিটেন
(last modified Mon, 02 May 2016 13:40:23 GMT )
মে ০২, ২০১৬ ১৯:৪০ Asia/Dhaka
  • পুরনো সেই অজুহাত: আফ্রিকায় সেনা মোতায়েন করছে ব্রিটেন

আফ্রিকার কয়েকটি দেশে সেনা মোতায়েনের পরিকল্পনার অংশ হিসেবে সোমালিয়ায় অগ্রবর্তী সেনাদল পাঠিয়েছে ব্রিটেন। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আফ্রিকায় সেনা মোতায়েনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আশ-শাবাব সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকান ইউনিয়নকে সহায়তা করার জন্য ব্রিটিশ সেনা পাঠানো হবে।

অগ্রবর্তী দলে রয়েছে ১০ জন সেনা এবং তারা সোমালিয়ায় শান্তি রক্ষার ক্ষেত্রে আফ্রিকান ইউনিয়নকে সাহায্য করবে। সেনা পাঠানোর কথা ঘোষণা দিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, এর মাঝদিয়ে আবারো প্রমাণিত হলো-বিশ্বের যেকোনো জায়গায় ব্রিটেন সেনা মোতায়েনের ক্ষমতা রাখে। সোমালিয়ায় মোতায়েন এ ১০ সেনার সঙ্গে পরে আরো ৬০ সেনা যোগ দেবে। তারা সবাই মেডিক্যাল, লজিস্টিক্যাল ও ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করবে।

২০০৬ সাল থেকে সোমালিয়ায় আশ-শাবাব গোষ্ঠী সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে। সে সময় থেকে সরকারি সেনাদের সঙ্গে এ গোষ্ঠীর সন্ত্রাসীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং বহু মানুষ মারা গেছে। আশ-শাবাবকে মোকাবেলার জন্য উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, কেনিয়া ও ইথিওপিয়া থেকে আফ্রিকান ইউনিয়নের আওতায় ২২ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে, গোলযোগপূর্ণ দক্ষিণ সুদানে সেনা পাঠানোর বিষয়েও পরিকল্পনা করছে ব্রিটেন। ২০১৩ সাল থেকে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ চলছে এবং হাজার হাজার মানুষ মারা গেছে। সম্প্রতি দেশটিতে ঐক্য সরকার গঠিত হয়েছে। সেখানকার অবকাঠামোগত উন্নয়নে ব্রিটেন ৩০০ সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে।#

সিরাজুল ইসলাম/২

ট্যাগ