আফগানিস্তানের নানগারহার প্রদেশে তালেবানের হামলা; নিহত ১৫
https://parstoday.ir/bn/news/world-i83563-আফগানিস্তানের_নানগারহার_প্রদেশে_তালেবানের_হামলা_নিহত_১৫
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনি খেল এলাকায় সন্দেহভাজন তালেবানের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। নানগারহারের একটি সরকারি ভবন লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদেরকে দায়ী করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৩, ২০২০ ১৭:৫৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনি খেল এলাকায় সন্দেহভাজন তালেবানের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। নানগারহারের একটি সরকারি ভবন লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদেরকে দায়ী করা হয়েছে।

গনি খেল এলাকার একটি প্রশাসনিক ভবনের প্রবেশমুখে বিস্ফোরক বোঝায় গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ভবনে বেশকিছু সামরিক স্থাপনাও রয়েছে।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গাড়ি বোমা হামলা চালানোর পর বন্দুকধারী গেরিলারা প্রশাসনিক ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে তবে নিরাপত্তা বাহিনীর হামলায় তারা নিহত হয়। তিনি জানান, এ হামলায় ৩০ জনের বেশি আহত হয়েছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনা নিশ্চিত করে বলেছেন, হতাহতদের বেশিরভাগই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য তবে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে পুলিশ মুখপাত্র ফরিদ খান হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন। ওই এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের ব্যাপক উপস্থিতি রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩