ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বুদ্ধিবৃত্তির পরিচয় দিক আমেরিকা: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i83896-ইরানের_অস্ত্র_নিষেধাজ্ঞা_উঠে_যাওয়ার_পর_বুদ্ধিবৃত্তির_পরিচয়_দিক_আমেরিকা_রাশিয়া
ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসার আগ মুহূর্তে রাশিয়া বলেছে, আগামী ১৮ অক্টোবরের পর থেকে আমেরিকা বুদ্ধিবৃত্তিক আচরণ করবে বলে মস্কো আশা করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৬, ২০২০ ০৬:০৮ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসার আগ মুহূর্তে রাশিয়া বলেছে, আগামী ১৮ অক্টোবরের পর থেকে আমেরিকা বুদ্ধিবৃত্তিক আচরণ করবে বলে মস্কো আশা করছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় বলেছেন, তার দেশ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত ২২৩১ নম্বর প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায়।

ওই প্রস্তাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে।

মার্কিন সরকার গত কয়েক মাস ধরে ইরানের ওপর থেকে এই নিষেধাজ্ঞা যাতে উঠে না যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। 

সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছেন, মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। কাজেই ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো অধিকার আমেরিকার নেই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার কাজে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব ব্যবহার করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই। #

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।