ইরানি পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধার শিগগিরই কার্যকর হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i83919-ইরানি_পর্যটকদের_জন্য_ভিসামুক্ত_ভ্রমণের_সুবিধার_শিগগিরই_কার্যকর_হবে_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা শিগগিরই কার্যকর করা হবে। রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২০ ০৬:৩৯ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা শিগগিরই কার্যকর করা হবে। রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

জাখারভ জানান, ইরান এবং রাশিয়ার মধ্যে গত ২৭ মার্চ এ বিষয়ে একটি চুক্তি হয়েছে এবং রাশিয়ার পর্যটন সংস্থা এই চুক্তি বাস্তবায়নের কাজ করবে। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওই চুক্তিতে সই করেছেন।

মারিয়া জাখারভ বলেন, চুক্তি অনুযায়ী ইরানের পাঁচ থেকে ৫০ জনের একটি পর্যটক দলকে ভিসা ছাড়াই ১৫ দিনের সফরের অনুমতি দেয়া হবে। তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে এই চুক্তি বাস্তবায়নের দেরি হয়েছে এবং এটি যৌক্তিকও বটে।

রাশিয়ার পর্যটন সংস্থার নির্বাহী পরিচালক মায়া লোমিদজে বলেন, এই চুক্তি বাস্তবায়িত হলে দু দেশের মধ্যে পর্যটক বিনিময়ের সংখ্যা অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৭