তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪; শোক জানাল ইরান
https://parstoday.ir/bn/news/world-i84273
তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। গ্রিসের সরকারি টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ৩১, ২০২০ ০৫:৫৩ Asia/Dhaka

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। গ্রিসের সরকারি টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে ইজিয়ান সাগরের সামোস দ্বীপে 'ক্ষুদে-সুনামির' সৃষ্টি হয়েছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইজমিরের বিভিন্ন রাস্তা প্লাবিত হয়েছে।

এদিকে, এখন পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পে ২৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী। সেইসঙ্গে এতে আহত হয়েছে আট শতাধিক।

ইজমির শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে রাস্তায় নেমে আসে

স্থানীয় সময় শুক্রবার বিকেলে তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এসময় ইজমির শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে রাস্তায় নেমে আসে। শহরটির মেয়র জানান, অন্তত ২০ টি ভবন ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে।

এছাড়া তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, বরনোভা এবং বেরাক্লি অঞ্চলেও ভূমিকম্পের আঘাতে অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

এদিকে তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শুক্রবার রাতে তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগ্লুকে পাঠানো এক বার্তায় তুরস্কের সরকার ও জনগণকে ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন কোজার কাছে একই ধরনের বার্তা পাঠিয়েছেন।##

পার্সটুডে/এমএমআই/এআর/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।