বিজয়ের দ্বারপ্রান্তে জো বাইডেন: তবুও আদালতে যাবেন ক্ষিপ্ত প্রেসিডেন্ট ট্রাম্প
(last modified Thu, 05 Nov 2020 10:37:36 GMT )
নভেম্বর ০৫, ২০২০ ১৬:৩৭ Asia/Dhaka

আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন শেষ পর্যন্ত আইনি বিতর্কে পর্যবসিত হবে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে।

মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দফতর এরই মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে অভিযোগ উত্থাপন করেছে। তারা অভিযোগ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারনী অঙ্গরাজ্য পেনসিলভানিয়াসহ আরো কয়েকটি রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা ভোট কেন্দ্রগুলোতে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদেরকে প্রবেশ করতে দেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ৩ নভেম্বর ভোটগ্রহণ শেষে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে এবং টুইটবার্তায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেন। তিনি পরিষ্কার করে বলেন এ অভিযোগের বিষয়টি ফেডারেল সুপ্রিম কোর্টে উত্থাপন করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুললেন যখন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন এবং তিনি ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। বলা হচ্ছে, জো বাইডেন সাত কোটি ভোট বেশি পেয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছেন এবং এটাও মনে করা হচ্ছে ভোট গণনা সম্পন্ন হলে হোয়াইট হাউজে প্রবেশ করার মতো পর্যাপ্ত ভোট তিনি পাবেন।

যাইহোক ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউজের কর্তাব্যক্তিরা হয়তো নিয়মতান্ত্রিকভাবেই এ ভবনের চাবি বাইডেনের হাতে হস্তান্তর করবেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বলেছেন, নির্বাচনে তিনি জিতবেনই আর যদি না জেতেন তাহলে ধরে নিতে হবে নির্বাচনে কারচুপি হয়েছে। এমনকি বিষয়টি যদি ফেডারেল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় তাহলে আদালতের রায় যাতে নিজের পক্ষে আসে সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্প আগেই রিপাবলিকান দলের সমর্থক এক বিচারককে সুপ্রিম কোর্টে নিয়োগ দিয়ে রেখেছেন। ট্রাম্প আশা করছেন, আদালতে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের সমর্থক বিচারপতিদের সমর্থন নিয়ে তিনি ফের হোয়াইট হাউজে প্রবেশ করবেন এবং প্রেসিডেন্ট হিসেবে টিকে যেতে পারবেন।

আদালত পর্যন্ত গড়াতে গেলে ট্রাম্পের আইনজীবীকে প্রথমে স্থানীয় অঙ্গরাজ্যের আদালতে অভিযোগ উত্থাপন করতে হবে এবং এরপর তা ফেডারেল সুপ্রিম কোর্টে যাবে। সে যাইহোক, ফেডারেল সুপ্রিম কোর্টে রিপাবলিকান সমর্থক বিচারকের সংখ্যা বেশি থাকলেও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মেইল ব্যালট পেপার গণনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ ও আপত্তি তুললেও আদালত তার কথায় পাত্তা দেয়নি। সে কারণে বলা হচ্ছে নির্বাচন নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়ালেও তাতে ট্রাম্পের কোনো লাভ হবে না।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫

ট্যাগ