রোহিঙ্গাদের বাদ রেখেই মিয়ানমারের সাধারণ নির্বাচন
নভেম্বর ০৮, ২০২০ ১৭:২৩ Asia/Dhaka
আজ (রবিবার) ৫০ বছরের সামরিক শাসনের পর মিয়ানমারে দ্বিতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৷ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটা অনেকটাই নিয়মরক্ষার নির্বাচন হচ্ছে৷
রোহিঙ্গাদের বাদ রেখেই মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৮ নভেম্বরের এ নির্বাচনে দেশটির ৯০টি দল অংশ নিচ্ছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এবারও ক্ষমতায় আসতে চলছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। দলটির বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যায় পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।