সফলতার সাথে চাঁদের বুকে মহাকাশযান অবতরণ করিয়েছে চীন
https://parstoday.ir/bn/news/world-i85045-সফলতার_সাথে_চাঁদের_বুকে_মহাকাশযান_অবতরণ_করিয়েছে_চীন
চীন সফলতার সঙ্গে চাঁদের বুকে তাদের একটি মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হয়েছে। চাঁদের পৃষ্ঠ থেকে নুড়ি-পাথরের নমুনা সংগ্রহ করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে চীনা গণমাধ্যম।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ০২, ২০২০ ১৭:৫৪ Asia/Dhaka
  • চীনের চন্দ্রযান পৌঁছেছে চাঁদের বুুকে
    চীনের চন্দ্রযান পৌঁছেছে চাঁদের বুুকে

চীন সফলতার সঙ্গে চাঁদের বুকে তাদের একটি মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হয়েছে। চাঁদের পৃষ্ঠ থেকে নুড়ি-পাথরের নমুনা সংগ্রহ করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে চীনা গণমাধ্যম।

গত ২৪ নভেম্বর চীন তার মনুষ্যবিহীন চেঙ ই-৫ প্রোব মহাকাশযান চাঁদের

উদ্দেশ্যে পাঠায়। এ মিশনে চাঁদের ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন পদার্থ নিয়ে আসবে মহাকাশযানটি যাতে করে চীনা বিজ্ঞানীরা চাঁদের উৎপত্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন।

চীন অভিযানে চাঁদের ভূপৃষ্ঠ থেকে দুই কেজি নমুনা সংগ্রহ করতে চায় তবে এর আগে চাঁদের যেসব এলাকায় কোন দেশ মিশন পাঠায় নি সেসব এলাকা থেকে চীনা মহাকাশযানটি নমুনা সংগ্রহ করবে।

চীনের এই মিশন যদি সফলতার সঙ্গে শেষ হয় তাহলে চীন হবে তৃতীয় দেশ যারা চাঁদের বুক থেকে নমুনা সংগ্রহ করবে।

এর আগে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন চাঁদের বুখ থেকে নমুনা সংগ্রহ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২